loader image

News

ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষমতায়নে পেমেন্ট সার্ভিস প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি সনদ পেলো সেবা প্লাটফর্ম -এর সাবসিডিয়ারি ‘সেবা-পে’

ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষমতায়নে পেমেন্ট সার্ভিস প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি সনদ পেলো সেবা প্লাটফর্ম -এর সাবসিডিয়ারি ‘সেবা-পে’ টেকসই সমৃদ্ধির মাধ্যমে সমাজে প্রভাব ফেলার লক্ষ্য নিয়ে পরিচালিত সেবা প্ল্যাটফর্ম দেশের ব্যবসায়িক লেনদেন ডিজিটাল করার যাত্রায় এগিয়ে গেছে আরো এক ধাপ। সম্প্রতি সেবা প্লাটফর্মের সাবসিডিয়ারি ‘সেবাপে’ পি এস পি (পেমেন্ট সার্ভিস প্রোভাইডার) লাইসেন্স-এর জন্য বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি সনদ (নো অবজেকশন সার্টিফিকেট) পেয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পরিপূর্ণ ব্যবসায়িক সমাধান sManager -এর দেশবিস্তৃত ব্যবসায়ীদের জন্য ‘সেবা পে’-এর মাধ্যমে ডিজিটাল পেমেন্টের নতুন সার্ভিস নিয়ে আসার ক্ষেত্রে সেবা’র জন্য এখন তৈরি হয়েছে সম্ভাবনার নতুন দিগন্ত। বাংলাদেশের মাথাপিছু জিডিপি বর্তমানে দক্ষিন পূর্ব এশিয়ার মধ্যে সর্বোচ্চ, সপ্তম সর্বোচ্চ ইন্টারনেট ব্যবহারকারী এদেশেই। অথচ, বাংলাদেশের ৮০ লক্ষ ব্যবসায়ীর মধ্যে মাত্র ২.৫% ডিজিটাল পেমেন্টের আওতাভুক্ত হয়েছেন। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ব্যবসায়ীদের ডিজিটাল প্ল্যাটফর্মে এবং ক্রমান্বয়ে ডিজিটাল আর্থিক ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যে সেবা প্লাটফর্ম অক্টোবর ২০১৯ সালে sManager প্লাটফর্মের সূচনা করে। ২ বছরের যাত্রায় ব্যবসা চালানোর এই সুপার অ্যাপের মাধ্যমে এরই মধ্যে ১৫ লক্ষ ক্ষুদ্র ব্যবসায়ী ডিজিটাল প্লাটফর্মে অন্তর্ভুক্ত হয়েছেন। পিএসপির জন্য সেবা প্লাটফর্মের এই অনাপত্তি সনদ বাংলাদেশের সকল ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল আর্থিক ব্যবস্থায় অন্তর্ভুক্তি নিশ্চিত করার ক্ষেত্রে খুলে দিতে যাচ্ছে একটি নতুন দুয়ার। ‘সেবা পে’- দিয়ে ডিজিটাল পেমেন্টের নতুন সার্ভিসের মাধ্যমে sManager দেশের ব্যবসায়িক অর্থনীতিতে বিপ্লব আনতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেবা প্লাটফর্ম লিমিটেড-এর কো-ফাউন্ডার জনাব মোহাম্মদ ইলমুল হক সজিব গত ২৫ এপ্রিল, ২০২২ তারিখে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব রাফেজা আক্তার কান্তার কাছ থেকে এ অনাপত্তি সনদ গ্রহণ করেন। অনাপত্তি সনদ গ্রহন প্রসঙ্গে জনাব সজীব বলেন, “সেবার জন্য এটি সত্যিই একটি বিশাল মাইলফলক। আমাদের প্লাটফর্মের ডিজিটাল উদ্যোক্তাবৃন্দ, সকল স্টেকহোল্ডার এবং দেশবাসীর জীবনে অর্থবহ প্রভাব তৈরির যে স্বপ্ন সার্থক করার জন্য আমরা সেবা প্লাটফর্মের উদ্যোগ নিয়েছিলাম, এই পিএসপি লাইসেন্স সে স্বপ্নপূরনের পথে নিশ্চিতভাবে আমাদের আরো এগিয়ে দেবে।” বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের জেনারেল ম্যানেজার জনাব মোঃ মেজবাউল হক, সেবা প্ল্যাটফর্ম লিমিটেডের কো-ফাউন্ডার জনাব আবু নাসের মোঃ শোয়েব এবং সেবা ফিনটেক লিমিটেডের উপদেষ্টা জনাব মোহাম্মদ আনোয়ার হোসেনসহ বাংলাদেশ ব্যাংক এবং সেবা প্লাটফর্ম লিমিটেড-এর অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। সাপোর্ট ও ডাউনলোড যে কোন প্রয়োজনে কল করুন ১৬৫১৬ নাম্বারে। আমরা পাশে আছি ২৪/৭। যোগাযোগ বাড়ি-৪৫৪ , রোড- ৩১মহাখালী ডিওএইচএস ঢাকা, বাংলাদেশ info@sheba.xyz ১৬৫১৬ তথ্যাবলী About Us Contact Us Privacy Policy Terms & Conditions sManager Login Powered by Sheba Platform Limited

Scroll to top