loader image

sales

বেচা-বিক্রি

আপনার ব্যবসাকে ডিজিটালাইজ করা এবং ব্যবসায়ের বৃদ্ধি ও অন্য সকল পরিস্থিতি সঠিকভাবে বুঝতে ব্যবসায়ের সার্বক্ষনিক নিয়ন্ত্রণ রাখার জন্য ব্যবহার করুন বেচা-বিক্রি ফিচার। খুব সহজেই কম সময়ে ও নির্ভুলভাবে ব্যবসায়ের প্রতিদিনের লেনদেনের হিসাব করা যায় বেচা-বিক্রি ফিচার দিয়ে । এই ফিচারে দুইটি মোড আছে। একটি কুইক সেল, আরেকটি লিস্ট সেল।

কুইক সেলঃ বেচা-বিক্রির কুইক সেল থেকে স্টকে পণ্য যোগ না করেই বিক্রয় এন্ট্রি দেয়া যায়, যা ব্যস্ত সময়গুলোতে নিশ্চিত করে কম সময়ে অধিক লেনদেন। অর্থাৎ আপনার স্টকে যদি কোন পণ্য যোগ করা না থাকে, সে ক্ষেত্রে কুইক সেল দিয়ে আপনি দ্রুত কাস্টমারের সাথে লেনদেনের হিসাব করতে পারবেন।

কুইক সেলঃ বেচা-বিক্রির কুইক সেল থেকে স্টকে পণ্য যোগ না করেই বিক্রয় এন্ট্রি দেয়া যায়, যা ব্যস্ত সময়গুলোতে নিশ্চিত করে কম সময়ে অধিক লেনদেন। অর্থাৎ আপনার স্টকে যদি কোন পণ্য যোগ করা না থাকে, সে ক্ষেত্রে কুইক সেল দিয়ে আপনি দ্রুত কাস্টমারের সাথে লেনদেনের হিসাব করতে পারবেন।

বেচা-বিক্রির ফিচার কিভাবে ব্যবহার করবেন:

বিঃ দ্রঃ

১। কিস্তিতে পণ্য বিক্রি করতে হলে পণ্যের দাম অন্তত ৫০০০ টাকা বা তার অধিক হতে হবে।
২। বেচা-বিক্রি থেকে থার্মাল পজ প্রিন্টার দিয়ে রিসিপ্ট প্রিন্ট করে দেওয়া যায়। রিসিপ্ট কিভাবে প্রিন্ট করবেন, জানতে ডিভাইস পেইজ ভিজিট করুন।

Scroll to top