২০১৯ সালের ডিসেম্বর মাস, দেশজুড়ে ডিজিটাল হাওয়া বইছে। এমন সময়েই যাত্রা শুরু হয় এস-ম্যানেজারের , পুরো বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলোকে ডিজিটাল ব্যবসায় রূপান্তরের স্বপ্ন নিয়ে, যে স্বপ্ন দেখেছিলেন সেবা প্লাটফর্ম লিমিটেড এর তিন কর্ণধার আদনান ইমতিয়াজ হালিম, ইলমুল হক সজীব ও আবু নাসের মোহাম্মদ শোয়েব। সময়ের সাথে সাথে সেই স্বপ্নের উপর আস্থা রেখে দলে যোগ দিয়েছেন আরও অনেকেই। আর এখন সেই স্বপ্ন দেশব্যাপী ৫ লক্ষেরও বেশি মানুষের ব্যবসা পরিচালনার সহজ সমাধান।
মূলত এস-ম্যানেজার ব্যবসা চালানোর একটি অল-ইন-ওয়ান অ্যাপ যা দিয়ে একজন ব্যবসায়ী তার ব্যবসা চালাতে যা যা করা প্রয়োজন, সবই করতে পারবেন। ব্যবসায়ের প্রতিদিনের বেচা-বিক্রির হিসাব, বাকির হিসাব, স্টকে থাকা পণ্যের তালিকা থেকে শুরু করে ,বাড়তি আয় থেকে শুরু করে সব কিছুই সম্ভব এই এক অ্যাপের মাধ্যমে। এমনকি কেউ যদি ব্যবসায়ী না হয়ে থাকেন, কিন্তু ব্যবসা করতে আগ্রহী হয়ে থাকেন, তিনিও এই অ্যাপের মাধ্যমে নিজের ব্যবসা শুরু করতে পারবেন।
প্রত্যেক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীর নিজস্ব একটি স্বত্তা আছে, তার ব্যবসায়ের একটি নিজস্ব পরিচয় ও ধারা রয়েছে। এই ব্যাপারটিই এস-ম্যানেজার এর লোগোতে তুলে ধরা হয়েছে। একটি জানালা যার উপর একজন ব্যবসায়ী তার ফিঙ্গারপ্রিন্ট রাখার মধ্যে দিয়ে নিজের জন্য অপার সম্ভাবনার দুয়ার খুলে নিচ্ছে, এমনটিই বুঝানো হয়েছে এই অ্যাপের লোগোতে।
সময়ের সাথে সাথে বদলেছে অনেক কিছু। অ্যাপ ইন্টারফেস থেকে শুরু করে ফিচার, অনেক কিছুতেই এসেছে অনেক পরিবর্তন। কিন্তু যে উদ্দেশ্য ও স্বপ্ন নিয়ে এই যাত্রা শুরু, তা এখনও অব্যাহত রয়েছে। এস-ম্যানেজার ও সেবা প্লাটফর্ম লিমিটেড এর অন্য সকল প্রয়াসগুলোর মধ্য দিয়ে একটি বিজনেস ইকোসিস্টেম গঠনের লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি যেখানে বড় ও ছোট সকল ব্যবসাই এগিয়ে যেতে পারবে পারস্পরিক সহযোগিতার মধ্যে দিয়ে সার্বিক সমৃদ্ধির দিকে।